New Update
/anm-bengali/media/post_banners/NMS4uR8KuhWzZSR2nkT7.jpg)
সুদীপ ব্যানার্জী: কোচবিহার এবং জলপাইগুড়ি দুই জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রপাতে মৃত্যু হল দু’জন ব্যাক্তির । শনিবার সকালে জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর স্কিম এলাকায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মানিক রায়।স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মানিকবাবু জমিতে কাজ করছিলেন।
সেইসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ছুটে আসে জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ আউট পোস্টের পুলিশ। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত চলছে।অন্যদিকে, এদিন সকালে কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের পশ্চিম শীতলকুচি গ্রামে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়।
মৃত ব্যক্তির নাম জগবন্ধু বর্মন। এদিন সকালে বাড়ির পাশে মাছ ধরতে গিয়েছিলেন ওই ব্যক্তি। সেইসময় বজ্রপাতে গুরুতর জখম হন তিনি। জখম অবস্থায় তাঁকে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। শীতলকুচি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠায়। ঘটনার তদন্ত চলছে।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us