পঞ্চায়েত ভোটে রক্তগঙ্গা বইলে আমরা তো বরণডালা নিয়ে বসে থাকব না : লকেট

author-image
Harmeet
New Update
পঞ্চায়েত ভোটে রক্তগঙ্গা বইলে আমরা তো বরণডালা নিয়ে বসে থাকব না : লকেট

নিজস্ব সংবাদদাতাঃ পরের বছর রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করেছে সেই ভোটকে ঘিরে। সিঙ্গুরে দাঁড়িয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় হুঁশিয়ারি দিচ্ছেন, পঞ্চায়েত ভোটে বিজেপি কর্মীদের উপর হামলা হলে, ভোটে রক্ত ঝরলে বিজেপিও ছেড়ে কথা বলবে না। বৃহস্পতিবার সিঙ্গুরে দলীয় এক কর্মসূচিতে গিয়ে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, “রক্তগঙ্গা বইলে তো আমরা তাদের বরণডালা নিয়ে পুজো করতে পারি না। আমাদেরও তো তার জন্য প্রস্তুত থাকতে হবে। ভোটে রক্তারক্তি তো ওরাই শুরু করেছে। পঞ্চায়েতে রক্তারক্তি, বোমাবাজি, মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া, খুনখারাপি তারাই তো শুরু করেছে। কোনও বিরোধী থাকুক চায় না ওরা। এভাবে তো চলতে পারে না। মানুষের আওয়াজ বিজেপি তো তুলবেই। তাকে মান্যতা দিয়ে ভোট করতে গেলে বিজেপিকে তো রক্তারক্তির বদলে রক্ত ঘাটতেই হচ্ছে না?”