নিজস্ব সংবাদদাতা: কথায় কথায় রাজভবন দেখায় বিজেপি নেতারা। এবার তৃণমূল কংগ্রেস তাঁদের সেটাই দেখাতে চলেছে। দিন কয়েক আগে শুভেন্দু অধিকারীর গ্রেফতার নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে নালিশ ঠুকেছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তাই তাঁর বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ জানাবে তৃণমূল কংগ্রেস। এমনকী তাঁর শাস্তির দাবিতে রাজভবনে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের আট সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধি দলে থাকছেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ এবং পাঁচজন মহিলা জনপ্রতিনিধি।