গলা কেটে নৃশংসভাবে খুন যুবকের, পলাতক অভিযুক্ত

author-image
Harmeet
New Update
গলা কেটে নৃশংসভাবে খুন যুবকের, পলাতক অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি-ঘটনা ত্রিপুরার ঋষ্যমুখ এলাকার,সেখানে বৃহস্পতিবার এক মর্মান্তিক ঘটনা ঘটে, অভিজিৎ দেবনাথ (২৬) নামে এক যুবককে খুন করা হয়েছে।বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে গলা কেটে তাকে খুন করা হয়।ঋষ্যমুখের হরিপুর এলাকায় এই নিয়ে পরিস্থিতি চাঞ্চল্যকর হয়ে উঠেছে।ইতিমধ্যেই খুনের অভিযোগ উঠেছে শঙ্কর শীল শর্মা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমেছে ত্রিপুরা পুলিশ।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শংকর শীল নামের সেই পলাতক যুবক এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।ফরেনসিক টিমও ঘটনাস্থলে পৌঁছেছে, অভিযুক্ত শঙ্কর শীলকে এখনো খুঁজে পাওয়া যায়নি। কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা জানান, এলাকাটি সীমান্তের খুব কাছে হওয়ায় ত্রিপুরা পুলিশ এই বিষয়ে বাংলাদেশ পুলিশের সহায়তা নিচ্ছে।এছাড়াও, সীমান্ত এবং অন্যান্য অন্তর্বর্তী রাজ্যের রুটে সতর্কতা জারি করা হয়েছে।