টেসলা সিইওর উত্তরাধিকারীর সংখ্যা এখন ৯

author-image
Harmeet
New Update
টেসলা সিইওর উত্তরাধিকারীর সংখ্যা এখন ৯

নিজস্ব সংবাদদাতাঃ টেসলা প্রধান এলন মাস্ক এখন ন’সন্তানের পিতা। এর আগে তাঁর সাতটি সন্তানের কথা জানা ছিল। সম্প্রতি একটি রিপোর্ট দাবি করেছে, গত বছর অর্থাৎ ২০২১ সালের নভেম্বরে তাঁর আরও দু’টি সন্তানের জন্ম দিয়েছেন তাঁরই সংস্থার এক শীর্ষ কর্তা। ৩৬ বছর বয়সি ওই কর্তা এলনের ভরসাযোগ্য পরিধির একজন বলে পরিচিত। গত এপ্রিলেই তিনি এবং এলন তাঁদের যমজ সন্তানের পদবি হিসেবে এলনের পদবি ব্যবহার করার জন্য আদালতে আবেদন করেছিলেন। অনুমান, সেই আবেদন পত্রটিই কোনওভাবে ফাঁস হয়ে খবর ছড়িয়েছে।

                

এলনের সংস্থার ওই শীর্ষ কর্তার নাম শিভন জিলিস। শিভন ২০১৭ সাল থেকে কাজ করছেন এলনের ব্রেন চিপ স্টার্টাপ সংস্থা নিউরোলিঙ্কে। নভেম্বরে যমজ সন্তানের জন্ম দেওয়ার পর এপ্রিলে শিভন এবং এলন আদালতের দ্বারস্থ হন সন্তানের নামের পদবি হিসেবে তাদের বাবার পদবি ব্যবহার করার অনুমতি চেয়ে। আদলতকে তাঁরা এ-ও জানান যে, দুই সন্তানের মায়ের পদবি ব্যবহার করা হবে সন্তানদের মিডল নেম বা মধ্যবর্তী নাম হিসাবে। যা সাধারণত নাম এবং পদবির মাঝে ব্যবহার করা হয়। মে মাসে আদালত এলন এবং শিভনের সেই আবেদন মঞ্জুর করেছে।