মাতৃদোষ কী?

author-image
Harmeet
New Update
মাতৃদোষ কী?

নিজস্ব সংবাদদাতাঃ সকলেই সুখী হতে চান। কিন্তু হতে পারেন না। এর বিভিন্ন কারণ থাকতে পারে। অনেকে বলেন সব সুখ সবার জন্য নয়। কে কোন সুখ পাবেন আর কোন সুখ থেকে বঞ্চিত হবেন তা নির্ভর করে জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থানের উপর। তবে কখনও কখনও জন্মকুণ্ডলীতে কোনও ঘটনার প্রতিশ্রুতি থাকলেও তা ঘটে না। তাঁর বিভিন্ন কারণের মধ্যে মাতৃদোষ অন্যতম গুরুত্বপূর্ণ।মাতৃদোষ কী? পূর্ব জন্মে মা বা মাতৃতুল্য কারও দ্বারা অভিশাপ হল মাতৃদোষ। মাতৃদোষ কেবলমাত্র পূর্বজন্মেরই হবে তা নয়, পূর্ববর্তী কয়েক জন্মের দোষও হতে পারে। মাতৃদোষ বিভিন্ন ক্ষেত্রে অশুভ ফল দান করতে পারে। মাতৃদোষের কারণে ভাগ্যের সুফল, উচ্চশিক্ষা, গৃহসুখ, সন্তানসুখ সংক্রান্ত বিষয়ে অশুভ ফল প্রাপ্ত হতে পারে।