ফের জারি হল লকডাউন

author-image
Harmeet
New Update
ফের জারি হল লকডাউন

নিজস্ব সংবাদদাতাঃ চিনের জিয়ান শহরে ফের জারি করা হয়েছে লকডাউন। বুধবার থেকে এই লকডাউন জারি করা হয়েছে। বুধবার চিনের জিয়ান শহরে এক ব্যক্তির ওমিক্রেনের নয়া প্রজাতি বিএ.৫.২ এর খোঁজ মিলেছে। 



New omicron variant is putting scientists on alert. Here's what to know :  Goats and Soda : NPR


যার জেরেই দ্রুত এই শহরে লকডাউন জারি করেছে চিনা সরকার। এই শহরে মোট ১৩ মিলিয়ন জনসাধারণ বাস করেন। ফলে দ্রুত ভাইরাসটির ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।