​নিজস্ব সংবাদদাতাঃ অলিম্পিক্সের সূচনা হতে আর মাত্র ৬ দিন বাকি। গেমস শুরু হওয়ার আগেই করোনা শুরু করে দিল তার দৌড়। অলিম্পিক্স ভিলেজে প্রথম কোভিড পজিটিভ ব্যক্তির খোঁজ মিলল।
টোকিও অর্গানাইজিং কমিটির মুখপাত্র মাসা তাকায়া বলেন, এটাই ভিলেজের প্রথম পজিটিভ রিপোর্ট। স্ক্রিনিং করার সময় ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।