উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রণনীতি সাজাচ্ছে বিরোধীরা

author-image
Harmeet
New Update
উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রণনীতি সাজাচ্ছে বিরোধীরা


নিজস্ব সংবাদদাতাঃ
এবার উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রণনীতি সাজাচ্ছে বিরোধীরা। জানা গিয়েছে, ইতিমধ্যে উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১৯ জুলাই মনোনয়নের শেষ তারিখ। ভোট হবে ৬ আগস্ট। ফলাফলও আসবে ৬ আগস্ট। সেই সঙ্গে এনডিএ ও ইউপিএ-তে প্রার্থীদের নাম নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে। ধারণা করা হচ্ছে, দ্রৌপদী মুর্মুর মতো উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম নিয়ে সবাইকে চমকে দিতে পারে বিজেপি। বিজেপির মতো বিরোধীরাও উপ-রাষ্ট্রপতি পদের জন্য রণকৌশল তৈরিতে ব্যস্ত। 


নাম প্রকাশ না করার শর্তে কংগ্রেসের এক প্রবীণ নেতা বলছেন, 'এবার উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের নেতৃত্ব দেবে কংগ্রেস। রাষ্ট্রপতি নির্বাচনে টিএমসি শুরু হয়েছিল। সে সময় প্রার্থী বাছাই ও বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে অনেক অসুবিধা ছিল। এখন উপ-রাষ্ট্রপতি নির্বাচনে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য একটি কৌশল নির্ধারণ করা হচ্ছে। এবার আমরা সব বিরোধী দলকে একসঙ্গে বসিয়ে প্রার্থী বাছাই করব। গতবার, অনেক দলকেই টিএমসির পক্ষ থেকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। অসন্তোষ প্রকাশ করেছে দলগুলিও। এ বার আর ভুলের পুনরাবৃত্তি হবে না তাঁর। এ বার আমরা ক্ষুদ্রতম বিরোধী দলকে সঙ্গে নিয়ে চলব। তাদের মতামত নিন এবং তারপর ভাইস প্রেসিডেন্ট প্রার্থী নির্ধারণ করুন।'