/anm-bengali/media/post_banners/2kCigjjyq388PX05az8c.jpg)
সুদীপ ব্যানার্জী, কোচবিহার : নদী ভাঙ্গন পরিদর্শনে কোচবিহারের তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়। তুফানগঞ্জের ধলপল ১ গ্রাম পঞ্চায়েতের বর্মনপাড়ায় রায়ডাক নদীর ভাঙন পরিদর্শন করলেন বিধায়ক মালতী রাভা রায়। বৃহস্পতিবার তিনি ওই এলাকায় যান, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। বর্মনপাড়ায় রায়ডাক নদীর গ্রাসে চলে গিয়েছে কৃষি জমি। যাতায়াতের একমাত্র রাস্তাও নদীগর্ভে চলে গিয়েছে। ভাঙ্গনের জেরে আতঙ্কিত এলাকার ২০০-র বেশি পরিবার। ভিটে বাড়ি ছেড়ে অনেকে অন্যত্র আশ্রয় নিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনকে বহুবার বিষয়টি জানিয়েও কোনও লাভ হয়নি। বৃহস্পতিবার বিকেলে উত্তর ধলপলের বর্মনপাড়ায় নদী ভাঙ্গন পরিদর্শনে যান বিধায়ক মালতী রাভা রায়। বিধায়ক মালতী রাভা রায় বলেন, ‘নদী ভাঙ্গনের কবলে পড়েছে বহু বাড়ি। জমি, রাস্তা নদীর গ্রাসে চলে গিয়েছে। কিন্তু প্রশাসন উদাসীন। স্থানীয় বাসিন্দাদের অভাব-অভিযোগ শুনেছি। সমস্যা সমাধানের চেষ্টা করব।’
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us