১২.৯ মিলিয়ন পোলিও টিকার ডোজ পেল উগান্ডা

author-image
Harmeet
New Update
১২.৯ মিলিয়ন পোলিও টিকার ডোজ পেল উগান্ডা

নিজস্ব প্রতিনিধি-উগান্ডা মঙ্গলবার জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) থেকে ১২.৯ মিলিয়ন পোলিও টিকার ডোজ পেয়েছে যা দেশটির ঘরে ঘরে টিকাদান প্রচারের দ্বিতীয় রাউন্ডে ব্যবহার করা হবে বলে, স্বাস্থ্য মন্ত্রণালয় সুত্রে জানা গিয়েছে।

উগান্ডায় ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মুনির সাফিল্ডিন ​​বলেন, "শিশুদের জন্য টিকা শিশুমৃত্যু কমাতে সবচেয়ে কার্যকরী কৌশল। পোলিও টিকাদান অভিযানের দ্বিতীয় দফা শিশুদের পোলিও থেকে সম্পূর্ণভাবে রক্ষা করবে।"