নিজস্ব সংবাদদাতাঃ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরির পিছনে ধাক্কা মারল অন্য একটি লরি। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। বুধবার সাত সকালে দুর্ঘটনাটি ঘটেছে এশিয়ান হাইওয়ে ৪৮ এর ধূপগুড়ি- গয়েরকাটার মাঝে গোসাইরহাট এলাকায়। মৃতের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাত থেকে একটি দশ চাকা পাথরবোঝাই লরি এশিয়ান হাইওয়ে ৪৮-এর গোসাইরহাট এলাকার রাস্তার পাশে দাঁড়িয়েছিল। বুধবার আনুমানিক ভোর পাঁচটা নাগাদ একটি লরি সেই পাথর বোঝাই লরিটির পিছনে ধাক্কা মারে। ধাক্কা মারার পর পাথরবোঝাই লরিটি বেশ কিছুটা জায়গা এগিয়ে যায়। অপর লরিটির সামনের অংশ রীতিমতো দুমড়ে মুছড়ে যায়।
গাড়ির ভিতরে আটকে পড়েন খালাসি। এদিকে শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটি আসেন। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানা এবং দমকল বাহিনীর কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে কেটে খালাসিকে দীর্ঘক্ষণের চেষ্টায় উদ্ধার করেন। স্থানীয়দের সহযোগিতায় লরি থেকে খালাসিকে বের করা হয় এবং তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।