New Update
/anm-bengali/media/post_banners/cDNQk20ZhoK6Hxlo8IB8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানে দাম বাড়ল সিগারেটের। কিছু উচ্চমানের সিগারেটের ট্যাক্স বৃদ্ধি করেছে পাকিস্তান সরকার। ফলে এবার থেকে ট্যাক্স বৃদ্ধি হওয়া সিগারেটগুলির দাম বাড়তে চলেছে সিগারেটের।
এতদিন উচ্চমানের সিগারেট গুলির ক্ষেত্রে প্রতি ১০০০ সিগারেটে পাকিস্তান সরকার ৫,৯৬০ টাকা ট্যাক্স গ্রহণ করত। এবার থেকে সেই ট্যাক্স বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬,৬৬০ টাকা। ফলে এবার পাকিস্তানে অনেকটাই বৃদ্ধি পেতে পারে সিগারেটের দাম।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us