খাদ্য সংকট, সতর্কবার্তা জাতিসংঘের

author-image
Harmeet
New Update
খাদ্য সংকট, সতর্কবার্তা জাতিসংঘের

 নিজস্ব সংবাদদাতাঃ তীব্র খাদ্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সোমালিয়া। এবার এই বিষয়ে সতর্ক করল জাতিসংঘ। জাতিসংঘের তরফে জানানো হয়েছে, খাদ্য সংকটের ফলে সোমালিয়ায় ৭ মিলিয়নের বেশি মানুষ তীব্রভাবে খাদ্য নিরাপত্তাহিনতায় ভুগছে। 



3,781 Somalia Flag Stock Photos, Pictures & Royalty-Free Images - iStock


বর্ষার মধ্যেও খরার ফলে খাদ্য উৎপাদন সঠিকভাবে হচ্ছে না সোমালিয়ায়। জার জেরেই সোমালিয়ায় খাদ্য সংকট বৃদ্ধি পাচ্ছে।