New Update
/anm-bengali/media/post_banners/Q7xMaHEUT9X7a94e4paZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার লেক গার্ডেনসে উদ্ধার হল ২২ বছরের যুবকের ঝুলন্ত দেহ। যুবকের নাম সুমন মন্ডল। নিজের ঘর থেকে উদ্ধার হয়েছে সুমন মন্ডল। লেক থানায় বান্ধবীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররচনার অভিযোগ দায়ের করেছে সুমনের পরিবার। সুমনের ফোন থেকে বান্ধবীর সঙ্গে কথোপকথনের ম্যাসেজ উদ্ধার হয়েছে। যার জেরেই বান্ধবীর বিরুদ্ধে অভিযোগ এনেছে পরিবার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us