New Update
/anm-bengali/media/post_banners/Ox4j7pNT0gKW2XdqUZND.jpg)
নিজস্ব প্রতিনিধি-সম্প্রতি এক সাক্ষাৎকারে ত্রিপুরার এডিসি শাসক তিপ্রামোথা প্রধান প্রদ্যুত মাণিক্য বলেছেন যে কোন রাজনৈতিক দল তিপ্রামোথাকে তিপ্রাল্যান্ডের বিষয়ে লিখিতভাবে গ্যারান্টি না দিলে কোন দলের সঙ্গে জোট হবে না।তিনি আরও বলেন,তিপ্রামোথার সাহায্য ছাড়া আসন্ন ২০২৩ সালের নির্বাচনে কোনো রাজনৈতিক দল জিততে পারবে না।এছাড়াও তিনি বলেন, তিপ্রামোথা ২০২৩ সালের সবচেয়ে বড় আসন বিজয়ী দল হবে এবং অন্ততপক্ষে ৪০টি আসনে লড়বে।তিনি বলেন,"আগে আমার টার্গেট ছিল ৩০টি আসন কিন্তু সুরমা উপ-নির্বাচনের ফলাফলের পর আমি দৃঢ়প্রতিজ্ঞ যে আমরা ৪০টি আসনে লড়বো।কোনো রাজনৈতিক দল আমাদের সঙ্গে একমত না হলে আমরা একাই লড়বো।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us