New Update
/anm-bengali/media/post_banners/BqVmucvMAdbsWj8xhfXf.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিবাহের নানা রীতিনীতি ছড়িয়ে রয়েছে বিশ্বের নানা দেশে। তবে মেক্সিকো শহরে এমন এক বিবাহের রীতি রয়েছে যা শুনলে আপনিও হতবাক হয়ে যাবেন। সেখানের বিবাহে পাত্রের সঙ্গে বিবাহ হয় কুমিরের। এমনটা শুনতে আজব মনে হলেও এমনটাই ঘটেছে খোদ মেক্সিকোর মেয়রের সাথে। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর ওয়াকসাকা গ্রামে। সেই এলাকার মেয়র বিবাহ করেন এক কুমিরকে এবং প্রথামত বিবাহের পরে চুম্বনও করেন তাকে। এই আজব দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু ধুমধামের মাধ্যমেই মেয়র ভিক্টর হুগো সোসা এবং সাত বছর বয়সী কুমিরের বিবাহ হয়। স্থানীয়রা আনন্দের সাথেই নববধূকে বরণ করে নেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us