নিজস্ব সংবাদদাতাঃ যুবক-যুবতীদের কর্মসংস্থান দিতে চলতি মাসেই জেলায় জেলায় হবে চাকরি মেলা। এই মেলা থেকে চাকরি পেতে পারেন প্রায় ২৭ হাজার যুবক-যুবতী। কারিগরি শিক্ষা দফতরের উদ্যোগে এই চাকরির মেলার আয়োজন করা হবে। নতুন করে এই চাকরির মেলা শুরু হতে চলেছে জুলাইয়ের শেষে, চলবে অগস্ট মাসেও। এ বার চাকরি মেলার আয়োজন করার জন্য রাজ্যকে শিলিগুড়ি, বহরমপুর, কলকাতা, মেদিনীপুর ও বারাসত— মূলত এই পাঁচটি এলাকায় ভাগ করা হয়েছে। বিভিন্ন বণিকসভার সাহায্য নিয়ে কারিগরি শিক্ষা দফতর একটি তালিকাও তৈরি করেছে। তাতেই বিস্তারিত ভাবে উল্লেখ রয়েছে— নির্মাণ, স্বাস্থ্য, ইস্পাত, হোটেল, অটোমোবাইল ও টেলিকম-সহ কোন কোন ক্ষেত্রে কত জন চাকরি পেতে পারেন।