ওড়িশা উপকূলে তৈরি হচ্ছে নিম্নচাপ

author-image
Harmeet
New Update
ওড়িশা উপকূলে তৈরি হচ্ছে নিম্নচাপ

নিজস্ব সংবাদদাতাঃ মৌসুমী অক্ষরেখার সৃষ্টি হয়েছে জয়সেলমর থেকে কোটা অবধি।  এছাড়াও আরও একটি অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে উত্তর মধ্য  আরব সাগর পর্যন্ত। যে নিম্নচাপ ঝাড়খন্ড এলাকায় তৈরি হয়েছিল সেটি ক্রমশ ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের দিকে এগিয়ে গেছে। আবহাওয়াবিদরা মনে করছেন আগামী সপ্তাহের মাঝামাঝি আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। ওড়িশা উপকূলে সেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। আগামী কয়েক দিন পশ্চিমের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বুধবার থেকে শুক্রবারের মধ্যে প্রবল বৃষ্টি হতে পারে মুম্বাই নগরীতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি কঙ্কন, গোয়া, গুজরাত এবং মহারাষ্ট্রের অন্যান্য এলাকায়। ভারী বৃষ্টি হতে পারে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এবং ওড়িশাতে। দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস। কেরল ও কর্নাটকে দুই - এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলির মধ্যে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় দিল্লিতে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হিমাচল প্রদেশ উত্তরাখন্ড জম্মু-কাশ্মীর এলাকাতেও হতে পারে। বিষদ জানতে ক্লিক করুন নীচের লিঙ্কে। 

(https://www.windy.com/-Rain-thunder-rain?rain,17.162,88.989,5)