New Update
/anm-bengali/media/post_banners/x1Gk01j61YEpGOUb53uH.jpg)
নিজস্ব প্রতিনিধি-কিছুক্ষণ আগেই ত্রিপুরায় অবতরণ করলেন রাষ্ট্রপতি নির্বাচনে NDA শিবিরের প্রার্থী দ্রৌপদী মূর্মূ।তাকে স্বাগত জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ও দলের অন্যান্য সদস্যরা।সেই সঙ্গে ত্রিপুরার উপজাতি সম্প্রদায়ের জনপ্রিয় নাচের মাধ্যমেও ওনাকে অভিবাদন জানানো হয়।আজ ত্রিপুরায় ১ ঘন্টার এক বৈঠক করবেন তিনি।
​
এবং সেই সঙ্গে আজই রাজ্য ছাড়বেন তিনি।ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সোশ্যাল মিডিয়ায় সেই খবর পোস্ট করেন এবং লেখেন,"আজ এমবিবি এয়ারপোর্টে এনডিএ মনোনীত রাষ্ট্রপতি পদ প্রার্থী শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়াকে মাতা ত্রিপুরাসুন্দরীর পুণ্য ভূমিতে স্বাগত জানাই।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us