নিজস্ব সংবাদদাতাঃ স্কুলে শারীরশিক্ষা বিভাগের পরীক্ষা ছিল। ইউনিফর্ম অর্থাৎ স্কুলের ফুলপ্যান্ট পরেই পরীক্ষা দিতে গিয়েছিল সপ্তম শ্রেণির ছাত্রটি। কিন্তু হাফপ্যান্ট পরে যাওয়ার কথা ছিল। যদি সেই কারণে পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে? স্রেফ সেই আশঙ্কায় বিষ খেল পূ্র্ব বর্ধমানের কাটোয়ার কোশিগ্রামের এক ছাত্র। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন কিশোর। পূর্ব বর্ধমানের কোশিগ্রামের বাসিন্দা রামপ্রসাদ দাস। কাটোয়ার কোশিগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। বাবা মিঠুন দাস পেশায় জনমজুর, মা গৃহবধূ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রামপ্রসাদের শারীরশিক্ষা পরীক্ষা ছিল। স্কুলের পোশাক অর্থাৎ ফুলপ্যান্ট পরেই পরীক্ষা দিতে যায় সে। রামপ্রসাদকে দেখতে পায় তার সহপাঠীরা প্রায় সকলেই স্কুলের হাফপ্যান্ট পরেই পরীক্ষা দিতে গিয়েছে। রামপ্রসাদকে দেখে তার বন্ধুরা জানায়, ফুলপ্যান্ট পড়লে পরীক্ষা দেওয়া যাবে না। বন্ধুদের কাছে এই কথা শুনে তড়িঘড়ি কিশোর বাড়ি ফিরে আসে। মিঠুন দাস বলেন, “ছেলে বাড়িতে এসে ওর মাকে বলে স্কুলের হাফপ্যান্ট খুঁজে দিতে। যদিও প্যান্ট পায়নি। তখন রাগ করেই স্কুলে চলে যায় ছেলে। কিছুক্ষণ পর স্কুল থেকে খবর আসে আমার ছেলে বিষ খেয়েছে।”