স্কুলের মধ্যে হাতাহাতি, বন্ধুর মারে ডায়মন্ড হারবারে মৃত্যু কিশোরের

author-image
Harmeet
New Update
স্কুলের মধ্যে হাতাহাতি, বন্ধুর মারে ডায়মন্ড হারবারে মৃত্যু কিশোরের

নিজস্ব সংবাদদাতাঃ স্কুল চলাকালীন স্কুলের মধ্যে দুই ছাত্রের ঝামেলা এবং তা থেকে হাতাহাতির জেরে মৃত্যু হল একাদশ শ্রেণির এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের ধনবেড়িয়া হাইস্কুলে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ঘটনার সূত্রপাত সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ। স্কুল চলাকালীনই একাদশ শ্রেণির দুই ছাত্র ডায়মন্ড হারবার থানার মায়ারোডের বাসিন্দা সায়ন চক্রবর্তী ও একই থানার রবীন্দ্রনগরের বাসিন্দা মলয় হালদারের (১৭) মধ্যে বিতর্ক বাঁধে। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই ছাত্র। হাতাহাতির সময় বেকায়দায় লেগে গিয়ে অজ্ঞান হয়ে যায় মলয়। হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। স্কুলের প্রধান শিক্ষিকা মানসী নস্কর জানিয়েছেন, স্কুল চলাকালীন দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। দু’টি ক্লাসের শেষ ও শুরুর মাঝে একাদশ শ্রেণির কলা বিভাগের কয়েকজন ছাত্র একসঙ্গেই গল্প করছিল। কোনও একটি প্রসঙ্গ নিয়ে হঠাৎ ওই দুই ছাত্রের মধ্যে বচসা বাঁধলে দু’জনই উত্তেজিত হয়ে পড়ে। হাতাহাতিতে জড়িয়ে পড়ে সায়ন ও মলয়। গণ্ডগোল চলাকালীন মলয় অজ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। মলয় আগে থেকেই দুর্বল ছিল বলে জানিয়েছেন প্রধান শিক্ষিকা।