New Update
/anm-bengali/media/post_banners/RtjSdhG3DbK4W2Ib367l.jpg)
নিজস্ব প্রতিনিধি-পরিচালক তরুন মজুমদারের প্রয়ানে টুইট করে সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন 'সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন এবং তপন সিনহা নক্ষত্রমণ্ডলীর শেষ নক্ষত্রপতন ছিল,
যারা বক্স অফিস, চলচ্চিত্র উৎসব এবং পুরষ্কারের গৌরবের বিরল অ্যালকেমিক্যাল কোড ক্র্যাক করেছিলেন আজ আমাদের ছেড়ে চলে গেছেন।' সেই সঙ্গে কিংবদন্তি পরিচালককে লেজেন্ড বলে সন্মান জানিয়েছে তিনি।পরিচালক তরুণ মজুমদার ১৯৩১ সালের ২২ শে সেপ্টেম্বর বাংলাদেশের বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রসায়ন নিয়ে পড়াশোনা শেষ করে পরবর্তীকালে চলচ্চিত্র পরিচালনাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us