ইমরান খানের মন্তব্যে কোনও সত্যতা নেই, দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের

author-image
Harmeet
New Update
ইমরান খানের মন্তব্যে কোনও সত্যতা নেই, দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানে তার সরকারের পতনের কারণ হিসাবে বিদেশি ষড়যন্ত্রের হাত রয়েছে বলে দাবি করেছিলেন ইমরান খান। তবে এবার ইমরান খানের এই মন্তব্যের পেছনে কোনও সত্যতা নেই বলে জানাল মার্কিন পররাষ্ট্র দফতর।



Pakistan Was Rich In Resources But Bhutto Family Used Them Unfairly: PM Imran  Khan


 ইমরান খানকে তার মন্তব্যের বিষয়ে প্রমাণ দিতে বলে মার্কিন পররাষ্ট্র দফতর। উল্লেখ্য, মার্চ মাসে ইমরান খান সরকারে থাকাকালীন তার বিরুদ্ধে ডাকা বিরোধীদের অনাস্থা প্রস্তাবকে বিদেশি ষড়যন্ত্র বলে দাবি করেছিলেন ইমরান খান।