পাঞ্জাবের বিদ্যুৎ বিষয়ে উন্নয়ন নিয়ে বক্তব্য রাখলেন অরবিন্দ কেজরিওয়াল

author-image
Harmeet
New Update
পাঞ্জাবের বিদ্যুৎ বিষয়ে উন্নয়ন নিয়ে বক্তব্য রাখলেন অরবিন্দ কেজরিওয়াল

নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেসকে হাটিয়ে পাঞ্জাবে সদ্য শাসন গড়েছেন অরবিন্দ কেজরিওয়ালের দল। এবার পাঞ্জাবের বিদ্যুৎ বিষয়ে উন্নয়ন প্রসঙ্গে মুখ খুললেন তিনি। 



Opinion | Victories in states but losses in the Lok Sabha. Can India's AAP  go national on its own? - Opinions & Blogs News


তিনি জানান, ইতিমধ্যেই পাঞ্জাবে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে পাঞ্জাবে বিদ্যুৎ বিষয়ে আরও উন্নয়ন করবে বলে জানিয়েছেন তিনি।