নিজস্ব সংবাদদাতা : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ১৬৪-৯৯ ব্যবধানে আস্থা ভোটে জিতেছেন, ৩ জন সদস্য ভোটদানে বিরত ছিলেন।
প্রসঙ্গত, মহারাষ্ট্র বিধানসভায় অনুষ্ঠিত হচ্ছে আস্থা ভোট।আস্থা ভোট দিয়েছেন বিজেপির সুধীর মুনগান্টিওয়ার এবং শিবসেনার ভরত গোগাওয়ালে। কণ্ঠভোটের পর, আস্থা ভোটের প্রস্তাবে, বিরোধীরা ভোটের বিভাজনের দাবি করে। স্পিকার তাতে অনুমতি দেন এবং ভোটের বিভাজন শুরু করেন, সদস্যদের হেড কাউন্টের জন্য দাঁড়াতে বলেন। আর এক বিধায়ক, শ্যামসুন্দর শিন্ডে আস্থা ভোটের ঠিক আগে একনাথ শিন্ডে দলে যোগ দেন। তাই, গতকাল থেকে শিবসেনার ২ জন বিধায়ক পক্ষ পরিবর্তন করেছেন।