কলকাতায় আসছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু

author-image
Harmeet
New Update
কলকাতায় আসছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু

নিজস্ব সংবাদদাতাঃ আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন এনডিএ–এর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। সেই মতো আগামী ৯ জুলাই কলকাতায় আসার কথা শোনা যাচ্ছে দ্রৌপদী মুর্মুর। রাজ্য বিধানসভায় যাওয়ার কথা রয়েছে তাঁর। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি তাঁর সাক্ষাৎ হবে, সেটাই কৌতূহলের বিষয় রাজনৈতিক মহলে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন চেয়ে ফোন করেছিলেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। এবার সরাসরি কলকাতায় আসছেন তিনি। তবে এবারে যিনি দ্রৌপদী মুর্মুর প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচনের ময়দানে রয়েছেন, সেই যশবন্ত সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত রাষ্ট্রপতি পদপ্রার্থী। এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রীর অবস্থান এবারের রাষ্ট্রপতি নির্বাচনে যে গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। কিছুদিন আগে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে দ্রৌপদী মুর্মুর হয়ে সমর্থন চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।