নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কতে রাশিয়ার গোলাবর্ষণে অন্তত ৬ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, রবিবার রাশিয়ার ছোড়া মাল্টিপল রকেট লঞ্চারের গোলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। শহরটির ইউক্রেনীয় মেয়র ভাদিম লিয়াখ টেলিগ্রামে লিখেছেন, রাশিয়ার ভয়াবহ গোলাবর্ষণে অন্তত ১৫টি স্থানে আগুন লেগেছে। ডনবাস অঞ্চলের রণাঙ্গন শহরে এই হামলা হয়েছে। ডনেস্ক আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র তেতিয়ানা ইহনাচেঙ্কো জানান, হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে।