New Update
/anm-bengali/media/post_banners/oiulUeY0vzEGWF8nESMV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়লেন এক ব্যক্তি। নিরাপত্তা আধিকারিকদের নজর এড়িয়ে ওই ব্যক্তি ঢুকে পড়েন। তাঁকে ইতিমধ্যেই আটক করে কালীঘাট থানার হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গোটা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে কলকাতা পুলিশ। ওই ব্যক্তির পরিচয় বা কী উদ্দেশ্যে তিনি মুখ্যমন্ত্রী বাড়িতে ঢুকেছিলেন, তা জানা যায়নি। এছাড়াও কীভাবে তিনি মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতরে প্রবেশ করেছিলেন, তাও খোলসা করেনি পুলিশ। তবে, লালবাজারের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ি এবং ওই এলাকার নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করা হয়েছে।
​
একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে জেড ক্যাটাগরির নিরাপত্তা পান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বাড়ির চারিদিকেই থাকেন নিরাপত্তা রক্ষীরা। বাড়িতে আসা-যাওয়ার পথ-সহ ওই এলাকাটি সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রয়েছে। তাই কঠোর সুরক্ষাবলয় ভেদ করে একজন ব্যক্তি কী করে ৩৪বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির ভেতরে ঢুকে পড়লেন তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us