New Update
/anm-bengali/media/post_banners/ZWpX6rQwIOUqHwGIKU8l.jpg)
নিজস্ব সংবাদদাতা : শিক্ষকের কাজ শিক্ষা দান করা। কোনটা ভালো,কোনটা মন্দ সেই বিচারবোধ গড়ে তুলতে সাহায্য করা। কিন্তু কর্ণাটকে যা ঘটনা ঘটেছে তাতে তাতে একটাই প্রশ্ন উঠছে এ কেমন শিক্ষক?
মোহাম্মদ আজরুদ্দিন নামে সিঙ্গাপুরা সরকারি স্কুলের এক শিক্ষক তার ছাত্রীর মাকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরিতে জোর করেন বলে অভিযোগ। কর্ণাটকের রায়চুর জেলায় এ নিয়ে একটা ভিডিও প্রচারের অভিযোগও উঠেছে। এখানেই শেষ নয়।আজারউদ্দিনের বিরুদ্ধে স্কুলের শিশুদের সঙ্গে খারাপ ব্যবহার করারও অভিযোগ রয়েছে। পড়তে আসা কচিকাচাদের কঠোর শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের গোপনাঙ্গ স্পর্শ করতো অভিযুক্ত। এরপর তার নজর পড়ে ছাত্রের মা ওই মহিলার ওপর। মহিলার অভিযোগের ভিত্তিতে রাইচুর জেলার জননির্দেশ অধিদফরের উপ-পরিচালক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us