জম্মু-কাশ্মীরে গ্রামবাসীদের দ্বারা আটক ২ সন্ত্রাসী

author-image
Harmeet
New Update
জম্মু-কাশ্মীরে গ্রামবাসীদের দ্বারা আটক ২ সন্ত্রাসী

নিজস্ব সংবাদদাতাঃ জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার টুকসানে গ্রামবাসীদের দ্বারা এলইটি-র ২ সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়েছে। সন্ত্রাসীদের কাছ থেকে ২ টি একে রাইফেল, ৭ টি গ্রেনেড ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। 






ধৃত ২ সন্ত্রাসীর নাম ফয়জল আহমেদ দার ও তালিব হুসেন। গ্রামবাসীদের এই সাফল্যে গ্রামবাসীদের জন্য 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে।