New Update
/anm-bengali/media/post_banners/69wsQAk5iJ3JHtoyGOWj.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ ভাটপাড়ার পর এবার শুটআউটের ঘটনা ঘটল জগদ্দলে। জানা গিয়েছে, জগদ্দলের ২৬ নম্বর রেলগেটের কাছে গভীর রাতে তাঁকে খুন করা হয়। স্থানীয় সুত্রেব খবর, মদের আসরে জগদ্দলে রোহিত দাসকে খুন করা হয়েছে।
রোহিতের পেটে গুলি লাগে। নিহত রোহিত দাস টিটাগড় জুটমিলের শ্রমিক। মৃতের বাবার দাবি, রাতে কাজে যাচ্ছে বলে সে বাড়ি থেকে বেরোয়। তারপরেই রোহিতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, করণ নামের এক যুবক রোহিতের ওপর গুলি চালিয়েছে। ইতিমধ্যে অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us