'আমদানি করা সরকার' মেনে নেবে না পাকিস্তান, ইসলামাবাদের সমাবেশে বললেন ইমরান খান

author-image
Harmeet
New Update
'আমদানি করা সরকার' মেনে নেবে না পাকিস্তান, ইসলামাবাদের সমাবেশে বললেন ইমরান খান

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান শনিবার শেহবাজ শরিফের নেতৃত্বাধীন দেশটির সরকারের তীব্র সমালোচনা করে বলেন, তিনি দেশের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে লড়াই করতে বা অরাজকতা ছড়ানোর জন্য নয়, বরং সবাইকে বলতে এসেছেন যে জাতি "আমদানিকৃত সরকারকে" গ্রহণ করবে না।