New Update
/anm-bengali/media/post_banners/PPf4KNYciwbnkBLBc7mv.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার পাকিস্তানে নির্যাতনের শিকার হলেন এক হিন্দু ডাক্তার। সিন্ধু প্রদেশের থারপারকার জেলায় বাস করেন ডাঃ ঘনশ্যাম দাস। সম্প্রতি ইসলামকোটে স্থানীয় সংস্থার নির্বাচনের সময় প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছিলেন তিনি। সেই সময়ই তাকে গালিগালাজ করতে শুরু করেন পিপিপি নেতা গোলাম মহম্মদ জুনেজা।
তিনি ডাঃ ঘনশ্যাম দাসকে চড় মারেন বলেও জানা গিয়েছে। তবে এই ঘটনার চরম নিন্দা করেছেন সিন্ধু প্রদেশের ডাক্তার ও প্যারামেডিকরা। যার ফলে সিন্ধু প্রদেশের বিভিন্ন শহরে হাসপাতালের আউটডোর বন্ধ রেখে বিক্ষোয় দেখান ডাক্তাররা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us