​নিজস্ব সংবাদদাতাঃ দ্বিতীয়বার মা হওয়ার পর তাঁর মাতৃত্বের অভিজ্ঞতা এবং অনুভূতি নিয়ে সদ্য একটি বই লিখেছেন করিনা কাপুর খান। বইটির নাম দিয়েছেন 'প্রেগনেন্সি বাইবেল'। বলিউড অভিনেত্রী তাঁর লেখা বই নিয়ে প্রশংসাও পাচ্ছেন বিস্তর। কিন্তু এই বইটি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। জানা যাচ্ছে, অল ইন্ডিয়া মাইনরিটি বোর্ডের অনেক সদস্যই করিনা কাপুর খানের লেখা এই বইটির সমালোচনা করেন। বিশেষত সমস্যা তৈরি হয়, অভিনেত্রী লেখা বইয়ের নামকে কেন্দ্র করে। সম্প্রতি আলফা ওমেগা খ্রীষ্টান মহাসংঘের প্রেসিডেন্ট আশিষ শিন্ডে নামে এক ব্যক্তি শিবাজী নগর থানায় অভিনেত্রীর নামে অভিযোগ দায়ের করেন যে, করিনা কাপুরের বই প্রেগনেন্সি বাইবেল নাম খ্রীষ্ট ধর্মের অপমান করেছে।
প্রসঙ্গত, করিনা কাপুর খানের বইটিতে লেখিকা হিসেবে অভিনেত্রী ছাড়াও অদিতি শাহ ভিমজানির নামও উল্লেখ রয়েছে। অভিযোগকারী আশিষ শিন্ডের বক্তব্য, 'বাইবেল খ্রীষ্টধর্মের খুবই পবিত্র একটি শব্দ। সেই শব্দকে অভিনেত্রী তাঁর বইতে যেভাবে ব্যবহার করেছেন, তাতে খ্রীষ্টধর্মের মানুষদের মনে আঘাত লেগেছে।' যদিও করিনা কাপুর খান এখনও এই প্রসঙ্গে কোনও উত্তর দেননি।