নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ডিমিত্রো কুলেবা শুক্রবার ভোরে দক্ষিণ ইউক্রেনের ওডেসা অঞ্চলের একটি আবাসিক এলাকায় প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার জন্য রাশিয়ার নিন্দা জানিয়েছেন, এতে কমপক্ষে ২০ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছে। টুইটারে এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি ইউক্রেনে আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর আহ্বান জানান।