নিজস্ব সংবাদদাতাঃ নরওয়ে ইউক্রেনের "সাহসী লোকদের" সমর্থন করার জন্য এক বিলিয়ন ইউরোর তহবিল ের প্রতিশ্রুতি দিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর শুক্রবার কিয়েভ সফরের সময় ঘোষণা করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গাহর স্টোর বলেন, 'ইউক্রেনের জনগণের সঙ্গে নরওয়ের সংহতি প্রকাশ করতে তাকে ইউক্রেনে আসতে হবে।