New Update
/anm-bengali/media/post_banners/HO7SkDFofxqVNnP46fu8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের ছত্তিসগড়ে নিকেশ এক মাওবাদী। জানা গিয়েছে, সুকমা জেলার গাদিরাস পিএস এলাকার অন্তর্গত বনাঞ্চলে ডিআরজি সুকমার সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে এক মাওবাদী। বস্তারের আইজি পি সুন্দররাজ জানিয়েছে, তাঁর নাম কমলেশ।
সে মালেঙ্গার এরিয়া কমিটির সদস্য ছিল বলে অনুমান করা হচ্ছে। কমলেশের উপর ৫ লক্ষ টাকার পুরষ্কার ঘোষণা করা হয়েছিল। যদিও আরও তল্লাশি অভিযান চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us