দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়

author-image
Harmeet
New Update
দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়

নিজস্ব সংবাদদাতাঃ  দুর্ঘটনার কবলে পড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। কাঁথি থেকে কলকাতায় আসার পথে মারিশদার কাছে দুর্ঘটনাটি ঘটে। তবে তাঁর গাড়িতে ধাক্কা লাগেনি। কনভয়ের যে গাড়িটিতে সেনা-বাহিনীর জওয়ানরা ছিলেন, সেটিই দুমড়ে-মুছড়ে গিয়েছে। নিরাপদেই রয়েছেন শুভেন্দু অধিকারী। কেউ গুরুতর আহত হননি বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় মারিশদা থানার পুলিশ। ধাক্কা মারার পরই ট্রাকের গতি বাড়িয়ে পালিয়ে যান চালক। খবর পেয়ে ট্রাকটিকে ধাওয়া করে পুলিশের একটি ভ্যান। তবে, এখনও পর্যন্ত ঘাতক ট্রাকটির কোনও হদিশ পাওয়া যায়নি।