New Update
/anm-bengali/media/post_banners/PIGwD5qrHuGpDiJzh2Pb.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ উদয়পুর দর্জি হত্যাকাণ্ডে নয়া মোড়, সরানো হল আইজি, উদয়পুরের এসপিসহ ৩২ আইপিএস অফিসারকে। জানা গিয়েছে, উদয়পুর সহ ১০ জেলার পুলিশ সুপার বদল করা হয়েছে। সরানো হয়েছে উদয়পুরের আইজি হিংলাজ দানকে।
যোধপুরের পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে পুলিশ অ্যাকাডেমিতে। উল্লেখ্য, গত মঙ্গলবার দোকানে ঢুকে গলা কেটে খুন করা হয় কানহাইয়া লালকে। আর তারপরেই হিংসা ছড়ায় উদয়পুর সহ রাজস্থানের একাধিক জেলায়। শুধু তাই নয়, এক মাসের জন্য রাজস্থানে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us