New Update
/anm-bengali/media/post_banners/C10c0BC7KtW6pVTcsxRz.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ওরোমো লিবারেশন আর্মির বিদ্রোহী গোষ্ঠীর হামলায় এখনও পর্যন্ত ইথিওপিয়ায় নিহত হয়েছেন ৩৩৮ জন। বৃহস্পতিবার এই সংবাদ জানিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের অফিসের প্রেস সেক্রেটারি বিলেন সেয়ুম।
ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলের পশ্চিম ওল্লেগা জোনের গিম্বি জেলার টোলে কৃষকদের ওপর এই হামলা চালায় ওএলএ-এর সদস্যরা। তবে বিলেন সেয়ুম জানান, ওএলএ বিদ্রোহীদের বিরুদ্ধে আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলছে ইথিওপিয়া সরকার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us