মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, মুখ খুললেন শিবসেনা বিধায়ক দীপক কেসারকর

author-image
Harmeet
New Update
মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, মুখ খুললেন শিবসেনা বিধায়ক দীপক কেসারকর


নিজস্ব সংবাদদাতাঃ একনাথ শিন্ডেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়ায় এবার বিজেপির প্রশংসা করলেন শিবসেনা বিধায়ক দীপক কেসারকর। 



Who is Eknath Shinde In Centre of Maharashtra


তিনি বলেন, “বিজেপির ১০৬ জন বিধায়ক থাকা সত্ত্বেও, বিজেপি এই সিদ্ধান্ত নিয়ে বড় আন্তরিকতা দেখিয়েছে”।



Devendra Fadnavis Resignation: Devendra Fadnavis announces his resignation  as chief minister


 এছাড়াও তিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বর্তমান মন্ত্রীসভায় অংশ গ্রহণের পক্ষে বিশেষ উৎসাহ প্রকাশ করেছেন। তিনি জানান, এরফলে মহারাষ্ট্রের আরও উন্নতি সম্ভব হবে।