মেদিনীপুরে বিশালাকার গাছ ভেঙে পড়ল রাস্তা ও দোকানের ওপর, আহত কয়েকজন

author-image
Harmeet
New Update
মেদিনীপুরে বিশালাকার গাছ ভেঙে পড়ল রাস্তা ও দোকানের ওপর, আহত কয়েকজন

দিগ্বিজয় মাহালিঃ বিশালাকার গাছ ভেঙে পড়ে বিপত্তি। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের গোপগড় এলাকায়। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ একটি বিশাল আকার পুরোনো শিমুল গাছ ভেঙে পড়ে রাস্তা এবং পার্শ্ববর্তী ছোট দোকানগুলির ওপর। তাতে দীর্ঘক্ষণ মেদিনীপুর-ধেড়ুয়া সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতয়ালী থানার পুলিশ। পরে পুলিশ এবং গ্রামবাসীদের তৎপরতায় গাছটিকে সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। তবে দোকানের ওপরে পড়ে যাওয়া গাছের অংশ বিকেল পর্যন্ত সরানো হয়নি। যার ফলে ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে। জানা গিয়েছে, ওই গাছটি পূর্ত দফতরের জায়গার ওপর ছিল। বিষয়টি পূর্ত দফতরেও জানানো হয়েছে বলে জানান কাউন্সিলর সত্যসুন্দর পয়ড়্যা। খবর যায় বন দফতরেও। বন দফতরের এক আধিকারিক বলেন, "গাছটি পূর্ত দফতরের জায়গাতে রয়েছে। ফলে পূর্ত দফতর সরাবে। আমরা প্রয়োজনীয় অনুমতি দিতে পারি।" ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। কাউন্সিলর সত্যসুন্দর পয়ড়্যা বলেন, "আহতদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। সকলে সুস্থ আছেন। গাছটিকেও সরানোর জন্য পূর্ত দফতরে জানানো হয়েছে। ক্ষতিপূরণের বিষয়টিও পৌরসভায় আলোচনা করা হবে”।