মায়ের বকুনি খেয়ে আত্মহত্যার চেষ্টা সপ্তম শ্রেণীর পড়ুয়ার

author-image
Harmeet
New Update
মায়ের বকুনি খেয়ে আত্মহত্যার চেষ্টা সপ্তম শ্রেণীর পড়ুয়ার


দিগ্বিজয় মাহালী, ডেবরাঃ
স্কুল খুলেছে সবেমাত্র দু'থেকে তিন দিন হয়েছে। আর তার মধ্যেই স্কুলে পরীক্ষা। আর সেই পরীক্ষা না দিতে যাওয়ায় বাবা মার বকুনি। এরপর বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল সপ্তম শ্রেণীর এক পড়ুয়া। বর্তমানে মেদিনীপুর মেডিক্যালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ডেবরার বৌলাসিনী হাইস্কুলের সপ্তম শ্রেণীর পড়ুয়া মুকুন্দ মুর্মু। যা নিয়ে স্কুলের দিকেই আঙুল তুলছে মুকুন্দর পরিবারের সদস্যরা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মুকুন্দর গ্রাম কনকপুরে।


 মুকুন্দের পরিবারের সদস্যদের অভিযোগ, দু-থেকে তিনদিন হল স্কুল খুলেছে। আর তার পরেই পরীক্ষা। ছেলেদের স্কুলে কদিন পড়াশুনার সময়ও দেওয়া হলো না কেন? প্রশ্ন তুলেছে ছাত্রের পরিবার। স্কুলে পরীক্ষা দেবে না বলে জেদ করে বসে মুকুন্দ মুর্মু। তাতেই বাড়ীর লোক গতকাল বকাবকি করতেই বিষ খায় মুকুন্দ। স্থানীয় চিকিৎসককে দেখানোর পরেই দ্রুত রেফার করা হয় মেদিনীপুর মেডিক্যালে। খুব আশংকা জনক অবস্থায় রয়েছে মুকুন্দ।অপরদিকে স্কুলের প্রধান শিক্ষকের দাবী, 'সরকারি নির্দেশিকা মেনে আমরা পরীক্ষা নিচ্ছি৷ গ্রামের অনেকে এই নিয়ম বা সরকারি অর্ডারটা জানেন না। তাই হয়তো ওনারা বুঝতে পারেননি।'