চার বছর বয়সী শিশুর ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডের আদেশ অভিযুক্তর

author-image
Harmeet
New Update
চার বছর বয়সী শিশুর ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডের আদেশ অভিযুক্তর

নিজস্ব প্রতিনিধি-ত্রিপুরার খোয়াই জেলা আদালত গত বছরের ফেব্রুয়ারিতে এক নাবালিকা শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে বুধবার এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। জেলা আদালত এবং বিশেষ পকসো আইনের বিচারক শঙ্করী দাস এক বছর দাখিল ও বিচারের পর সেই অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেন।অ্যাডভোকেট বিকাশ দেব, যিনি আইনজীবী অজিত সরকারের সঙ্গে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন, বলেছেন যে গত বছরের ফেব্রুয়ারিতে ত্রিপুরার তেলিয়ামুড়া এলাকার একটি গ্রামে সাড়ে চার বছরের একটি মেয়ে তার বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল।সেই শিশুটি ছয় দিন পর তার শরীরে ক্ষতসহ মৃত অবস্থায় পাওয়া যায়।সুত্রের খবর সেই শিশু কন্যাকে ধর্ষণের পর হত্যা করে কালি কুমার ত্রিপুরা নামে এক ব্যাক্তি।