প্রকৃতির রোষ থেকে বাঁচতে তৈরি কমিটিঃ মমতা

author-image
Harmeet
New Update
প্রকৃতির রোষ থেকে বাঁচতে তৈরি কমিটিঃ মমতা

নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার নবান্ন থেকে ভার্চুয়ালি  'ইয়াসঝড়ে ক্ষতিগ্রস্ত দীঘা ও শঙ্করপুরের দোকানদারদের জন্য নবনির্মিত/পুনর্নির্মিত দোকানগুলির শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, 'দিঘাকে সাজিয়ে তুলতে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছিল। ইয়াসের মতো ৪টি ঘূর্ণিঝড় সব ছারখার করে দিয়েছে। দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ শিবির, দুয়ারে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কী করে প্রকৃতির রোষ সামলে বাঁচতে পারি তার পরিকল্পনা হচ্ছে। এ ব্যপারে একটি কমিটি তৈরি করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে ৫ কোটি ম্যানগ্রোভ লাগানো হচ্ছে। দুয়ারে ত্রাণের মাধ্যমে দূর্গতদের আবেদনপত্র পেয়েছি। আবেদন পাওয়ার পরে তদন্ত হয়েছে , সত্যতা যাচাই করা হয়েছে। ১৯ লক্ষ মানুষ সরকারি সুবিধের সুযোগ পেয়েছেন।'