নিজস্ব সংবাদদাতাঃ বুধবার কেন্দ্র রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এক নির্দেশিকায় বিমানযাত্রীদের উপর রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্র। নির্দোশিকায় বলা হয়েছে, প্রতিটি আগত ফ্লাইট থেকে যাত্রীদের RT-PCR স্ক্রিনিং নিশ্চিত করতে হবে। তবে সব যাত্রীর নয়, এলোমেলো ভাবে ২ শতাংশ যাত্রীর করোনা পরীক্ষা করতে হবে। কেন্দ্র আরও বলেছে যে জিনোমিক সিকোয়েন্সিংয়ের জন্য সমস্ত পাঠানো উচিত সকল কোভিড পজিটিভ নমুনা।
ভারতে গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে ১০ হাজারেরও বেশি করোনভাইরাস কেস সামনে এসেছে। এই আবহে ফের সতর্কতা অবলম্বন করতে তৎপর কেন্দ্র।