New Update
/anm-bengali/media/post_banners/w0izGQpCthGC9dN2qgFQ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ 'শুভেন্দু অধিকারী ছাড়াও টাকা নিয়েছে অধীর রঞ্জন চৌধুরী, মুকুল রায়।' বৃহস্পতিবার এমপি-এমএলএ কোর্টে হাজিরা দিতে এসে ফের বিস্ফোরক অভিযোগ করলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। তিনি বলেন, শুভেন্দু ছাড়াও চিঠি লিখেছি মুকুল, অধীরের নামেও। কাঁথিতে শ্রমিক হাট ৯০ লক্ষ টাকা দিই। ৫০ লক্ষ টাকা একবার দিয়েছিলাম। শুভেন্দু নানাভাবে টাকা নিয়েছেন।'
​
যদিও মুকুল রায় জানিয়েছেন, 'এ বিষয়ে আমার কিছু জানা নেই।' সেইসঙ্গে অধীর রঞ্জন জানান, 'আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র করছেন মমতা। সুদীপ্ত সেনকে নিয়ে সামনাসামনি বসুন।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us