Coronavirus: দৈনিক সুস্থতার হার ৪.১৬ শতাংশ

author-image
Harmeet
New Update
Coronavirus: দৈনিক সুস্থতার হার ৪.১৬ শতাংশ


নিজস্ব সংবাদদাতাঃ ১৯ হাজার ছুঁইছুঁই দেশের করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জারি করা বুলেটিন অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৯ জন। মৃত্যু হয়েছে ৩৯ জনের। দেশে সক্রিয় কোভিড রোগীর গ্রাফ ১ লক্ষ ৪ হাজার ৫৫৫ জন। 




দৈনিক সুস্থতার হার ৪.১৬ শতাংশ। যে পাঁচটি রাজ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, তার মধ্যে কেরল (৪,৪৫৯ টি নতুন কেস) এক নম্বরে রয়েছে। এর পরেই রয়েছে মহারাষ্ট্র (৩,৯৫৭), কর্ণাটক (১,৯৪৫), তামিলনাড়ু (১,৮২৭) এবং পশ্চিমবঙ্গ (১,৪২৪)। এই পাঁচটি রাজ্যে মোট নতুন কেসের ৭২.৩৪ শতাংশ রয়েছে।