সুপ্রিম কোর্টে বড় ধাক্কা, ফেসবুক লাইভে বিদ্রোহীদের প্রতি বার্তা উদ্ধব ঠাকরের

author-image
Harmeet
New Update
সুপ্রিম কোর্টে বড় ধাক্কা, ফেসবুক লাইভে বিদ্রোহীদের প্রতি বার্তা উদ্ধব ঠাকরের

নিজস্ব সংবাদদাতাঃ এবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল উদ্ধব ঠাকরে। আস্থা ভোটের ওপর স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। কাল নির্ধারিত সময়েই হবে আস্থা ভোট। কাল সকাল ১১ টাতেই হবে আস্থা ভোট। বিকেল ৫ টার মধ্যেই সম্পূর্ণ হবে সমস্ত প্রক্রিয়া। 

Uddhav Thackeray govt in trouble? Here's how the numbers stack up in  Maharashtra Assembly

এরপরেই ফেসবুক লাইভে এসে উদ্ধব ঠাকরে নিজের দলের প্রতি বার্তা দিলেন। তিনি বিদ্রোহী শিবসেনা বিধায়কদের জানান, গুয়াহাটিতে গিয়ে দলের বিরুদ্ধে জোট না তৈরি করে দলের প্রতি ক্ষোভ থাকলে দলের কার্যালয়ে জানালেই হত। তিনি তাদের সঙ্গেই রয়েছেন বলে বার্তা দিয়েছেন উদ্ধব ঠাকরে।